যুবলীগ নেতা গুলিবিদ্ধ, আওয়ামী লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

যুবলীগ নেতা গুলিবিদ্ধ, আওয়ামী লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মল্লিক। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাই মোফাজ্জেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে সোমবার মামলা করেন। এছাড়া হামলায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩৬ জনকে নামীয় ও প্রায় দেড় শতাধিক অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি নাসির উদ্দিনসহ এ মামলার ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতায় ব্যবহার করা অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা