নভেম্বরে শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 08-11-2021

নভেম্বরে শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ

আগামী ১৯ নভেম্বর একটি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। নাসা জানিয়েছে, এটিই হবে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। মধ্যরাতে হবে এই গ্রহণ। ছায়ায় ঢাকা থাকবে চাঁদ ৩ ঘন্টা ২৮ মিনিট। এই গ্রহণ দুই আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এবং ভোর চারটার দিকে সবচেয়ে ভালো করে বোঝা যাবে।

নাসা আরও জানাচ্ছে, ১৯ নভেম্বর এই গ্রহণের সময় চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে। যদিও এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় বলেই খবর। এতে চাঁদ আংশিকভাবে পৃথিবীর আড়ালে চলে যাবে। পৃথিবীর নানান জায়গা থেকে দেখা গেলেও ঘটনাটি যে উত্তর আমেরিকা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

২০০১ সালের পর এত বড় গ্রহণ আর হয়নি। অন্যদিকে ২১০০ সাল পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে কারণে একে শতাব্দীর সবচেয়ে বড় গ্রহণ বলা হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা