মোংলায় ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 08-11-2021

মোংলায় ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করে আনা এসএস পাইপ জব্দ করা হয়। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাসানুজ্জামান (বিএন) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন কানাই নগর এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল।

এসময় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ওজনের ২০ ফুট লম্বা করে ৯টি ও ৬০ কেজি ওজনের ১৮ ফুট লম্বা করে ৩৯টি এসএস পাইপ জব্দ করা হয়। ওইসব মালামালের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত রবিবার একই এলাকা থেকে দুটি নৌকাসহ ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের চোরাই মালামালসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা