ডোবা ও জমি থেকে যুবকের দেহের দুইটি অংশ উদ্ধার, মেলেনি হাত-মাথা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

ডোবা ও জমি থেকে যুবকের দেহের দুইটি অংশ উদ্ধার, মেলেনি হাত-মাথা

কুমিল্লা সদর উপজেলায় ডোবা ও জমি থেকে কাজী সামিউল ইসলাম (২১) নামে এক যবুকের অর্ধ-গলিত মরদেহের দুইটি অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটির হাত ও মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের শিকার যুবক একই উপজেলার সৈয়দপুর শরৎনগর কাজি বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যান চালক।

কালিরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, সোমবার সকাল ৯টায় কালিরবাজার মনশাসন এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।

নিহতের স্বজনরা জানান, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনো মাথার সন্ধান পাওয়া যায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা