ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-08-2021

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি করা সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো দাবি করেছে, ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতার সই হয়েছিল তার বিকল্প কোনো কিছু বের করাও সম্ভব নয়।

এক সাক্ষাৎকারে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এমনটাই জানিয়েছেন। নিজ দেশের সংবাদপত্র ইজভেস্তিয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও সুস্পষ্ট করে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে তার আসল রূপে পুনরুজ্জীবিত করার কোনো বিকল্প নেই।

মিখাইল উলিয়ানভ বলেন, সম্ভবত ইরানের নতুন প্রশাসন পরমাণু সমঝোতার বিষয়ে কিছু কিছু জায়গায় তাদের অবস্থানে পরিবর্তন আনতে পারে। রাশিয়ার এই শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেন, ইরানের দৃষ্টিভঙ্গিতে কী কী পরিবর্তন আসছে আমরা জানি না তবে এবং তাদের সরকার গঠনের ধরন কেমন হয় তা দেখতে হবে।

সূত্র : পার্সটুডে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা