পাকিস্তান সরকারের খবর প্রচারের আগে দেশের মানচিত্র দেখানোর নির্দেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

পাকিস্তান সরকারের খবর প্রচারের আগে দেশের মানচিত্র দেখানোর নির্দেশ

সব টেলিভিশনে প্রতিদিন রাত নয়টার সংবাদ প্রচারের আগে দেশের মানচিত্র দেখানো বাধ্যতামূলক করেছে পাকিস্তান সরকার। এখবর জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এক বার্তায় জানিয়েছে সরকারের নির্দেশনার কথা। 

পিইএমআরএ বলেছে, সব নিউজ চ্যানেলকে (সরকারি এবং বেসরকারি উভয়ই) নিয়মিত রাত নটায় নিউজ বুলেটিন সম্প্রচারের আগে দুই সেকেন্ডের জন্য পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র ফ্ল্যাশ করতে হবে। 

পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলের লাইসেন্সধারীদের এই সুপারিশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রেফারেন্স উল্লেখ করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা