নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে জরিমানা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে জরিমানা

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে আনোয়ারা বেগম নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই জরিমানা করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত লালপুর থানাধীন মহরকয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে ক্ষতিকর উপাদান মিশ্রণের অপরাধে মোহরকয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিুকর ইসলাম ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা