কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৫৪


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-08-2021

কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৫৪

রোনার (কোভিড-১৯) সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ ছিল ১২তম দিন। এদিন সকাল থেকে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৩৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে এখন পর্যন্ত বিধিনিষেধ ভঙ্গ করে রাজধানীতে মোট গ্রেফতার হলেন ৫ হাজার ৬ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

এ ছাড়া ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা। অপরদিকে ট্রাফিক বিভাগ কর্তৃক ৫৩২টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১১ লাখ ২৩ হাজার টাকা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা