বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন পেলেন জেলেরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন পেলেন জেলেরা

বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৬০ জেলে। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার সকালে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া। 

মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি শাহানা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেহ্ উদ্দিন আহম্মদ। 

এসময় জানানো হয়, সরকার মৎস্যজীবীদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আয় বাড়ানোর জন্য সেলাই দেওয়া হচ্ছে। সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা