রাজধানীর দক্ষিণখানে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

রাজধানীর দক্ষিণখানে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। গতকাল রবিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আজ সোমবার এ বিষয়ে কথা হলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, রবিবার রাতে বিমানবন্দর-টঙ্গী ডাউন লাইনের মাঝামাঝি দক্ষিণখান কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, তুরাগ এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার দিকে ঢুকছিল। তখন এর নিচে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল হালকা সবুজ রঙের ফুল শার্ট ও নীল রঙের ফুল প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা