তিনদিন পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2021

তিনদিন পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

সিলেটের কানাইঘাট সীমান্তে পড়ে থাকা দুই বাংলাদেশির মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকেলে বিজিবি ও বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এড়ালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।

গত বুধবার সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডনা মিকিরপাড়া এলাকায় লাশ দুটি পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে দু’জন মারা যেতে পারেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা