গর্ভাবস্থায় যেসব ভ্রান্ত ধারণা এড়িয়ে চলবেন


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 07-11-2021

গর্ভাবস্থায় যেসব ভ্রান্ত ধারণা এড়িয়ে চলবেন

গর্ভাবস্থায় ভীষণ সতর্ক থাকতে হয়। আর এসময় কিছু ভ্রান্ত ধারণা বা নিয়ম মায়েরা মেনে চলেন। অবশ্য এসব নিয়ম তারা পালন করেন নিজের ও নিজের সন্তানের ভালোর জন্যেই। সন্তানের মঙ্গল চিন্তাই বেশি কাজ করে। কিন্তু এগুলো পালন করে আদৌ কোনো লাভ নেই। উলটো এতে ক্ষতি হতে পারে। এসকল নিয়মের ফলে উদ্বেগ বাড়তে শুরু করে৷ এছাড়া স্বাস্থ্যের উপর চাপ পড়ে। আসুন জেনে নেই গর্ভাবস্থায় কি কি মিথ আমাদের বেশি সমস্যায় ফেলে:এতদিনকার অভ্যাস ছেড়ে দ্বিগুণ খাওয়ার অভ্যাস করাটা একদমই অসম্ভব। তাও নাকেমুখে গুজে অনেকে খেয়ে থাকেন। এতে লাভ হয়না। ভ্রুণের অত খাবার লাগেনা। মূলত মায়ের দেহের অতিরিক্ত খাদ্য উপাদান ভ্রূণকে বাড়তে সাহায্য করে৷ গর্ভাবস্থার প্রথম তিন মাস আগের মাপেই খান। তবে চেষ্টা করবেন খাবারে ২৫০-৩০০ ক্যালরি বেশি গ্রহণ করতে। দুধ, কলা আর সিরিয়াল দিয়েই অনেকটুকু ঘাটতি মিটিয়ে নেয়া যায়। 

পরামর্শ ছাড়াই ছোটখাটো ঔষধ সেবনআমাদের অভ্যাস সমস্যা খুব বড় না হলে চিকিৎসকের শরণাপন্ন হইনা। তাই ছোটখাটো ওষুধ এমনিতেই খাওয়া যায়। এটা ভুলেও করবেন না। কারণ অনেক সময় ছোটখাটো ঔষধ জন্মগত ত্রুটি সৃষ্টি করে৷ গর্ভাবস্থায় শরীর ভীষণ ক্লান্ত থাকে। তাই অনেকেই ভাবেন আমি যেহেতু তেমন কিছু করতে পারছি না তাই যতটুকু পারি কাজ এগিয়ে রাখি। এমনটা ভুলেও করবেন না। চেষ্টা করবেন ঘুমটা যেন ঠিক থাকে। নাহলে স্বাস্থ্য ভেঙে পড়বে। গর্ভাবস্থায় মিষ্টি খাওয়া বাদ দেয়াই ভালো। এতে ওজন বেড়ে যেতে পারে। শরীরে মেদ জমতে পারে৷ তবে একেবারেই নিজের পছন্দের খাবার বাদ দেয়াটাও ঠিক না। মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছে হলে মিষ্টির পরিপূরক কোনো ফল খেতে পারেন। কিসমিস, আখরোট এক্ষেত্রে বেশ কার্যকরী। তবে একজন খাদ্য ও পুষ্টিবিদের সাথে পরামর্শ করলে ভালো হয়৷


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা