কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 07-11-2021

কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার

ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চ ভাড়াও। কিলোমিটার প্রতি ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ সর্বনিম্ন ১৮ টাকা থেকে বাড়ি ৩০ টাকা করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে এ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ জানান, লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্নবৈঠকে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিকেল থেকে শুরু হয়ে  বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানসহ লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন। ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা