বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তি চান সিলেটের ব্যবসায়ী নেতারা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 07-11-2021

বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তি চান সিলেটের ব্যবসায়ী নেতারা

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় সিলেটের ব্যবসায়ী সমাজে নিন্দার ঝড় উঠেছে। ব্যবসায়ী নেতারা মনে করছেন, এই ঘটনার পেছনে শক্তিশালী কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্তের পাশাপাশি দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর এমডিকে হত্যা করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে ওই চক্রটি। তাই এখনই এই ষড়যন্ত্রকারী অপরাধীচক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সাদকে জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাচেষ্টার পেছনের সকল কুশীলবকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। 

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এটিএম শোয়েব বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে বসুন্ধরা গ্রুপের। এই শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যারচেষ্টা খুবই দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবদুল জব্বার জলিল বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে সবার আগে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বসুন্ধরা গ্রুপের এমডিকে যারা হত্যার ষড়যন্ত্র করেছে তারা নিশ্চয় অনেক শক্তিশালী। তারা দেশে অস্থিতিশীল করে সরকারকে হয়তো বেকায়দায় ফেলতে চাইছে। তাই এদের মুখোশ উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এফবিসিআইসির পরিচালক তাহমিন আহমদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশে লাখো মানুষের কর্মসংস্থান করেছে। দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরকম বৃহত্তম শিল্পগোষ্ঠীর এমডিকে হত্যার ষড়যন্ত্র কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। এটি একটি অশুভ সংকেত। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা উচিত। কারণ যারা ব্যবসায়ীদের শত্রু, তারা দেশের অর্থনীতিরও শত্রু।’

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার ষড়যন্ত্রে সারাদেশের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা