পরিবহন ধর্মঘট প্রত্যাহার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2021

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিজেলের দাম বৃদ্ধির কারণে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো বলে ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, জন

রবিবার (৭ নভেম্বর) দুপুরে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। 

এনায়েত উল্লাহ জানান, সারাদেশের পরিবহন মালিকরা আমাদের সঙ্গে কথা না বলেই এই ধর্মঘট ডাকা হয়েছিলো। পরে তাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করি। 

গনের কথা চিন্তা করে আমরা খুব এক

তার মতে, ২০১৩ সালের পর দেশে কোনো বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু দেশে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। তাই এখন যে ভাড়া বাড়ানো হয়েছে সেটা মূলত সমন্বয় করা হয়েছে। 

পরিবহণ মালিকদের প্রতি আহ্বান জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, আজ অর্থাৎ এখন থেকেই যে ভাড়া বাড়ানো হয়েছে সেই ভাড়া নিয়ে পরিবহণ চলাচল শুরু করুন। 

সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে এই বর্ধিত এ ভাড়া কার্যকর করা হবে।

তবে নতুন এই সিদ্ধান্তে সিএনজি চালিত বাস ভাড়া বাড়ানো হয়নি। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।

টা ভাড়া বাড়ায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা