পটুয়াখালীতে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2021

পটুয়াখালীতে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। নিজামপুর কোষ্টগার্ডে সদস্যরা কুয়াকাটা মহাসড়কে গতকাল শনিবার রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে।

এসময় কোন জাটকা ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাছ ওই রাতেই এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকেবে। 

এদিকে, মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময় কেউ জাটকা বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা