নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2021

নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। হরিনা চৌরাস্তা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মুকবুল হোসেন মিয়াজীর নির্বাচনী কার্যালয়ে অতর্কিত ককটেল হামলা চালায়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যার সময় ফেরিঘাট থেকে তিনটি মোটরসাইকেলে আরোহীরা নির্বাচনী কার্যালয়ের কিছু বুঝে উঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা