বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা : রিমান্ড শুনানি শেষ, আদেশ বিকালে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2021

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা : রিমান্ড শুনানি শেষ, আদেশ বিকালে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি সাইফুল ইসলাম সাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে এই শুনানি হয়। এ ব্যাপারে আজ বিকালে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।

এর আগে সকালে আদালতে হাজির করা হয় আসামিকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ। এসময় ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন। আজ বিকালে এ ব্যাপারে আদেশ দেওয়া হবে বলে শুনানি শেষে আদালত জানান।

গত শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার ওই যুবককে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানান, জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরের ওপর হামলার প্রস্তুতি ছিল তার। সাদের মোবাইল ফোনে পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর সঙ্গে তার ছবি পাওয়া যায়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তারা। 

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতির বিকাশ, বিনিয়োগ ও কর্মসংস্থানে অসামান্য অবদান রাখছে। বসুন্ধরা গ্রুপ এক এক করে ৪০টির বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে ৭০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা