আশুলিয়ায় স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা


বিশেষ প্রতিনিধি নাহিদা আক্তার (পপি) , আপডেট করা হয়েছে : 07-11-2021

আশুলিয়ায় স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চর গরুকমন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা জানান, নিহত সবুর মিয়া অটো রিকশা চালাতেন। যা তার স্ত্রী রোজিনার টাকায় কেনা হয়েছিল। কয়েকদিন আগে অটোরিকশাটি হারিয়ে যায়। এর পর থেকে পারিবারিক কলহে জড়িয়ে পরেন সবুর ও রোজিনা। এই ঘটনার রেশ ধরে স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারে সবুর। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রায় দুই দিন আগে স্ত্রী সন্তানকে হত্যা করে সে আত্মহত্যা করেছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, মৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারনে সবুর মিয়া আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে সবুর মিয়া।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা