করোনায় মৃত কর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 07-11-2021

করোনায় মৃত কর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা

ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

শনিবার ব্যাংকের রাজশাহী প্রধান কার্যালয়ে করোনায় মারা যাওয়া ১০ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কাছে মোট ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রশাসন বিভাগের জিএম মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরারাও উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি বলেন, ব্যাংকের কর্মীরা করোনাকালীন ফ্রন্ট ফাইটার হিসেবে নিষ্ঠার সাথে দেশ ও জাতির ব্যাংকিং সেবা অব্যাহত রেখেছেন। তাদের মৃত্যুতে পরিবার ও ব্যাংক যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা অপূরণীয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা