ভরাডুবির পরও আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 06-11-2021

ভরাডুবির পরও আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে উইন্ডিজের হারে র‌্যাঙ্কিয়ে আটে উঠল বাংলাদেশ। এতে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠা সব দল সরাসরি খেলবে পরের বিশ্বকাপে। তবে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮ দল। বাকি ৪ দলকে খেলতে  হবে প্রথম রাউন্ড। ১৫ নভেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভে খেলবে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে ভরাডুবির পর নয় নম্বরে নেমে যায় মাহমুদুল্লাহরা।

তবে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় র‌্যাঙ্কিয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৩২। অন্যদিকে, দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ২২৬।  এছাড়াও ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা