বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত

বরগুনা জেলা সমবায় ও ৫টি উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।' শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। 

জেলা সমবায় কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আ. রশিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজমুল হাসান, মো. রুহুল আমিন প্রমূখ। 

অনুষ্ঠানে সদর উপজেলার তিনটি সমবায় সমিতিকে পুরুস্কার দেওয়া হয়। এরমধ্যে রয়েছে নুরআলী চরকগাছিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, বদরখালী ইউনিয়ন মৎস্য চাষি সমবায় সমিতি লিমিটেড এবং বরগুনা মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা