‘পার্বত্যাঞ্চলের চিকিৎসা সেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

‘পার্বত্যাঞ্চলের চিকিৎসা সেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে’

পার্বত্যাঞ্চলের চিকিৎসা সেবার মানোন্নয়ন সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে যেসব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোকে তরান্বিত করতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী শূন্য পদে জনবল নেওয়া হবে। পার্বত্যবাসী যাতে ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে মেডিকেল কলেজ হওয়ার পর এখানকার স্বাস্থ্য সেবা বেশ উন্নত হয়েছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

শনিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সাথে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন। 

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। মহামারী করোনাকালীন সময়ে অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন। পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৪ হাজার ডাক্তার ও ৮ হাজার নার্স নিয়োগ দিয়েছে। আগামীতে আরো নিয়োগ দেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা