বাস বন্ধে ট্রেনেও দুর্ভোগ, বগি বাড়িয়েও সুফল মিলছে না


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

বাস বন্ধে ট্রেনেও দুর্ভোগ, বগি বাড়িয়েও সুফল মিলছে না

বাস মালিকদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শনিবার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তিও বেড়েছে দ্বিগুণ। বাস চলাচল বন্ধ থাকায় চাপ পড়েছে ট্রেনে। 

অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে রাজশাহী থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে বগি বাড়ানো হয়েছে। তবে বাস বন্ধ থাকায় টিকিট নেই ট্রেনের। তাই ট্রেনের টিকিট না পেয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া মেইল ট্রেন চলে তিন জোড়া এবং কমিউটর ট্রেন চলে দুই জোড়া। সব মিলিয়ে প্রতিটি ট্রেনেই যাত্রীদের বাড়তি চাপ আছে। যা সামলাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। কোনো ট্রেনেই টিকিট নেই।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা