পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ বস্তা টাকা


রিপোর্টারঃ মো হাসান মিয়া , আপডেট করা হয়েছে : 06-11-2021

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ বস্তা টাকা

কিশোরগঞ্জে শনিবার (৬ নভেম্বর) সকালে পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। আটটি দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ বস্তা টাকা। এছাড়া সোনার অলংকার ও বৈদেশিক মুদ্রাও মিলেছে। সকাল ১০ টায় মসজিদ কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। পরে ১২টি বস্তায় টাকা মসজিদের দু’তলায় নিয়ে গণনার কাজ শুরু হয়। পাগলা মসজিদের নিজস্ব মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যে টাকা গুনছেন। গত ১৯ জুন সর্বশেষ এই মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন দানবাক্স থেকে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া যায়। সকাল থেকে টাকা গণনা তদারকির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অর্ণব দত্ত অন্যান্য আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা জানান, টাকা গণনা শেষ হতে বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে। সাধারণত তিন মাস পরপর বাক্স খোলা হলেও করোনার সময় একটু সময়ের ব্যবধান বাড়ানো হয়। এবার চার মাস পর বাক্স খোলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানবাক্সে নগদ টাকা দান করেন। এছাড়াও সোনার অলংকার, গবাদি পশু ইত্যাদিও মসজিদে দান করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা