শরীয়তপুরে বাজারে ২০ দোকান পুড়ে ছাই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

শরীয়তপুরে বাজারে ২০ দোকান পুড়ে ছাই

শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িশার বাজারের কাঠপট্রি এলাকায় গতকাল শুক্রবার রাত ৩টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ দোকান আগুনে পুড়ে ছাই যার মধ্যে ১৫টি'র বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এতে প্রায় কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ঘড়িশার বাজারের কাঠপট্রি এলাকায় অগ্নিকান্ড ঘটে। পরে মসজিদে মাইকিং করলে দোকানদার ও এলাকাবাসী  ছুটে আসে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো, খালেক মাদবরের একটি দোকান, ছাত্তারের ২টি দোকান, সাহালম মালতের একটি দোকান, হোসেন মাঝির একটি দোকান, কাবুল খানের ২টি দোকান, বাসসা মাঝির একটি দোকান, কামাল খান এর একটি দোকান, নুরে আলম হাওলাদারের একটি দোকান, কাদির শেখ এর একটি দোকান, নুরুল হক হাজির একটি দোকান ও মিন্টুর একটি দোকান রয়েছে। এছাড়াও নুরুল হক মাঝির একটি দোকান, আরসাদ মোল্লার একটি দোকান, ইদ্রিস বেপারীর একটি দোকানসহ আরও ৩টি দোকানের আংশিক পুড়ে যায়। 

বাজারের নাইট গার্ড বলেন, গভীর রাতে হঠাৎ পোড়া গন্ধ আসে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।

দোকানদার আবুল হোসেন বলেন, ধার-দেনা করে আমি এই দোকান দাড় করিয়েছি। দোকান ৪টা মেশিন ছিল। সব শেষ হয়ে গেলো। 

শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন অর রসিদ বলেন, রাতে ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা