ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সতর্ক ফিঞ্চ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সতর্ক ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য আজ অস্ট্রেলিয়ার শুধু ওয়েস্ট ইন্ডিজকে হারানোই যথেষ্ট নয়। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, সামনে যে লক্ষ্য আছে সেটাতেই জোর দেওয়া উচিত। অন্য দলের ফলের কথা ভাবলে তাতে লক্ষ্য এবং বিচার করার ক্ষমতা সমস্যায় পড়তে পারে।

ইংল্যান্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে শেষ চারে ওঠা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে দ্বিতীয় দল হিসেবে ওঠার লড়াই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ফিঞ্চরা হেরেছে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই হারের পরে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারায় অস্ট্রেলিয়া।

ফিঞ্চ বলেছেন, ‘‘সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সবাই চায়। এতেই সবাই জোর দেয়। কিন্তু অন্য দলের হার বা জয়ের প্রভাব নিয়ে ভাবতে বসলে তাতে লক্ষ্য এবং বিচার করার ক্ষমতায় সমস্যা হতে পারে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা লক্ষ্য থেকে যাতে সরে না আসি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি। কারণ আমরা জানি সেটা করতে পারলে সব ঠিকঠাক থাকতে পারে।’’

গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। তা হলেও সতর্ক ফিঞ্চ। তিনি বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ খুব বিপজ্জনক দল। যখনই ওদের বিরুদ্ধে আমরা খেলেছি, সেটা দেখেছি। এবার ওরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। তাই ওদের হারানোর কিছু নেই। সেটাও কিন্তু ওদের কম বিপজ্জনক করে তুলবে না।’’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা