নাটোরে মানবপাচার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-08-2021

নাটোরে মানবপাচার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নাটোরে একজন মানবপাচার মামলার আসামি ও একজন ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানবপাচার মামলার আসামি সোহরাব হোসেন ও ধর্ষণ মামলার আসামি ছানোয়ার ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামে অপর এক আসামি পালিয়ে যায়।

গ্রেফতারকৃত সোহরাব হোসেন(৫৫) সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে ও ছানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামাণিকের ছেলে।

র‌্যাব আরো জানায়, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী সিংড়ার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার বাকরোম উত্তরপাড়া এলাকার ছানোয়ার ইসলামের বাড়িতে আটকে রাখে। এ সময় ছানোয়ার তাকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র‌্যাব।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা