সৌদির কাছে ৬৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

সৌদির কাছে ৬৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৮০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পেন্টাগন। এক বিবৃতিতে বৃহস্পতিবার পেন্টাগন একথা জানায়। একই সঙ্গে তারা অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিষয়টি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। 

মার্কিন কংগ্রেসে চুক্তিটি অনুমোদন পেলে উপসাগরীয় দেশগুলোর কাছে বাইডেন প্রশাসন প্রতিরক্ষা মূলক অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রথমটি হবে এটি।

পেন্টাগন জানায়, নতুন চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৮০টি মাঝারি পাল্লার অত্যাধিুনিক এআইএম-১২০সি-৭/সি-৮ ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে পারবে। রেথিয়ন টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে।

সূত্র: রয়টার্স


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা