স্বর্ণপাতায় মোড়ানো স্টেক খেয়ে সমালোচনার মুখে ভিয়েতনামের মন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2021

স্বর্ণপাতায় মোড়ানো স্টেক খেয়ে সমালোচনার মুখে ভিয়েতনামের মন্ত্রী

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী টো ল্যাম লন্ডনের একটি রেস্টুরেন্টে সোনার পাতায় মোড়ানো স্টেক খাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরেই সমালোচনায় ফেটে পড়েছে দেশটির জনগণ। কারণ স্টেকটির মূল্য এক হাজার মার্কিন ডলারের বেশি। আর ভিয়েতনামের মানুষদের দৈনিক আয় কয়েক ডলারের বেশি নয়।

এসব জানিয়েছে ব্যাংকক পোস্ট। স্টেক প্রস্তুতকারী নুসর-এত নামের এই শেফের ইনস্টাগ্রাম অনুসারী ৪০ লাখের বেশি। তিনি খাওয়ার যোগ্য ২৪ ক্যারেট স্বর্ণ পাতায় মোড়ানো স্টেক পরিবেশন করে থাকেন।

এর আগে বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম, অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও নাওমি ক্যাম্পবেল এই স্টেক খেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ৬৪ বছর বয়সী টো  ল্যাম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা