রাণীশংকৈলে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 06-11-2021

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী মাস্টারসহ ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন।

বহিষ্কৃত অন্য দুই প্রার্থী হলেন নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লেহেম্বা ইউনিয়নের রওশন আলী। এছাড়াও ধর্মগড় যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল ও একই ইউনিয়নের শ্রমিক লীগ নেতা তাহের আলীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশের আলোকে ৩ আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সহযোগী সংগঠনের অপর ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।এ বিষয়ে  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন জানিয়েছেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বহিষ্কারের চিঠি গতকাল ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ কমিটির কাছে এসেছে। জেলা কমিটির নির্দেশ অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা