ব্লুটুথ'-এর নাম ব্লুটুথ কেন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-11-2021

ব্লুটুথ'-এর নাম ব্লুটুথ কেন

আধুনিক এই যুগে আপনি যেই ইলেকট্রনিক্স ডিভাইসই ছুতে যান না কেন, সেই ডিভাইসের সঙ্গে ওয়্যারলেস (তারবিহীন) নিয়ন্ত্রণ বা যোগাযোগের সুবিধা না থাকলে তা কেন যেন স্মার্ট মনে হয় না। আর এই তারবিহীন নিয়ন্ত্রণ বা যোগাযোগ সুবিধার অন্যতম মাধ্যমই হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি। যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ডেক্সটপ, হোম থিয়েটার, স্মার্ট ওয়াচ, হেডফোন আরও অনেক ডিভাইস আছে, যেগুলোতে  ব্লুটুথ অপশন থাকা এখন বাধ্যতামূলকই হয়ে গেছে।   ব্লুটুথ হলো এক ধরনের ওয়ারলেস টেকনোলজি যার মাধ্যমে ১০ থেকে ৫০০ মিটারের মধ্যে কোনরকম ওয়্যার (তার) ছাড়া দুটো বা তার বেশি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করা যায়। ১৯৯০ সালে নেদারল্যান্ডের বিখ্যাত কালেক্টরেট ইঞ্জিনিয়ার জাপ হার্টসেন ব্লুটুথ আবিষ্কার করেন। যে কারণে তাকে ব্লুটুথের জনকও বলা যেতে পারে।  কিন্তু জনকের নামের সাথে এই প্রযুক্তির নামের কোনও মিল খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কেনো এই ব্লুটুথের নাম ব্লু-টুথ রাখা হলো? তাহলে কি নীল দাঁতের কোনো রহস্য আছে এর পেছনে!


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)