ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-11-2021

ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কায়দায় পাচারের সময় ১ হাজার ১৫২ পিস ভারতীয় লোশনসহ মো. বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার জিলানী পেট্টোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল ইসলাম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লামা-কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোবর ভর্তি একটি পিকআপ আটক করে পিকআপের ভেতর থেকে ১১৫২ পিস ভারতীয় লোশন উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারী বদরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা