সিলেটে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2021

সিলেটে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু

একুশে আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা শেখ আবদুস সালাম (৬২) মারা গেছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আগের দিন তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতাল এনে ভর্তি করা হয়েছিল। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য আবদুস সালাম বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত শেখ মাজাহার আলীর ছেলে। 

সিলেটের ডিআইজি প্রিজন মো. কামাল আহমেদ জানান, একটি মামলায় হাজিরা দেয়ার জন্য গত ৪ অক্টোবর সিলেট কেন্দ্রিয় কারাগারে আনা হয় শেখ আবদুস সালামকে। এরপর থেকে তিনি ওই কারাগারে অবস্থান করছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শেখ আবদুস সালাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের দুটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ২টি ও সুনামগঞ্জের দিরাই থানায় ১টিসহ মোট ৮টি মামলা চলমান রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা