করোনায় তিন বিভাগে ৩ জনের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2021

করোনায় তিন বিভাগে ৩ জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া তিনজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন  রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা