গণপরিবহন না থাকায় সিলেটের সড়কে কপাল খুললো যাদের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2021

গণপরিবহন না থাকায় সিলেটের সড়কে  কপাল খুললো যাদের

শুক্রবার ভোর ছয়টা থেকে সারাদেশের মতো সিলেটেও বন্ধ রয়েছে বাস চলাচল। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে ধর্মঘটের ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। কিন্ত এই ধর্মঘটের খবর না জেনেই সাধারণ মানুষ তাদের জরুরী কাজে বেরিয়েছেন সকাল বেলা। বেরিয়েই পড়েছেন ধর্মঘটের নামে ভোগান্তির কবলে। শুক্রবার সকালে নগরীর কদমতলী বাস টার্মিনাল, হুমায়ুন রশীদ চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের ভোগান্তি নিজ চোখে দেখেছেন। তিনি জানান, ধর্মঘর্টে কপাল খুলেছে পাঠাও চালক, নোহা ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের। তারা চারগুণ ভাড়া বাড়িয়ে চুক্তিতে ট্রিপ মারছেন। এতে করে বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ যাত্রীদের। হুমায়ুন রশীদ চত্বরে কামাল আহমদ একজন যাত্রী জানান, তিনি শায়েস্তাগঞ্জ যাবেন, কিন্তু গাড়ি না থাকায় যেতে পারছেন না। একাধিক পাঠাও চালক নিজে থেকে তাকে নিয়ে যেতে আলাপ করছে, কবে এক্ষেত্রে ভাড়া চারগুণ বেশি দাবী করছে। প্রসঙ্গত, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যয় সিলেটের সড়কে ৪৮ ঘন্টা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, শুক্রবার ভোর ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এর মধ্যে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা