সিরাজগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-11-2021

সিরাজগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জে রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল জব্বরের (চশমা) বিরুদ্ধে।

নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবগঞ্জ পুরাতন বাজারে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, দলের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পর কার্যালয়ে আগুন দেওয়া হয়।

আগুনে সামিয়ানা, কিছু প্লাস্টিকের চেয়ার, ব্যানার এবং অফিসের সামনে টাঙিয়ে রাখা নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়াম্যান আব্দুল জব্বরের (চশমা) কর্মী-সমর্থকরা এতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, নলকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়াম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার এ অভিযোগ অস্বীকার করেছেন। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা