দুবাইয়ে ছুটি কাটাবেন লিটনসহ ৪ জন, ফিরবেন না দলের সঙ্গে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2021

দুবাইয়ে ছুটি কাটাবেন লিটনসহ ৪ জন, ফিরবেন না দলের সঙ্গে

স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হার দিয়ে শুরু হয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১২১। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে টানা ৫ ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ দল। বলা যায় এবার অংশগ্রহণেই সমাপ্ত টাইগারদের বিশ্বকাপ মিশন।  

মাঠে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর আজ শুক্রবার বিকেল ৫টায় দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।  তবে দলের সঙ্গে ফিরিবেন না লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ ও তাসকিন আহমেদ। এই চার ক্রিকেটারই তাদের পরিবারের সাথে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। এরপর ফিরবেন দেশে। নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম থেকে যাচ্ছে। আর কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। মিরপুরে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্য ১২ নভেম্বর থেকে বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা