নাইজেরিয়ায় ভবনধস; মৃতের সংখ্যা বেড়ে ৩৬


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2021

নাইজেরিয়ায় ভবনধস; মৃতের সংখ্যা বেড়ে ৩৬

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের একটি সুউচ্চ ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। বৃহস্পতিবার জরুরি পরিষেবাগুলো এ তথ্য জানায়। 

নগরীর ইকয়ি পাড়ার একটি নির্মাণ সাইটের ২১তলা ভবন যা বিলাসবহুল ও জমকালো অ্যাপার্টমেন্ট-এর জন্য পরিচিত- সোমবার একটি ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত এই ভবনধসের কারণ জানা যায়নি।

লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জেনারেল ম্যানেজার ফেমি ওকে-ওসানিনতোলু এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন পুরুষ আর বাকি তিনজন নারী। আর আমরা ৯ জনকে জীবিত উদ্ধার করেছি। 

উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনদের ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা