পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাতীয় পার্টি (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম।

জানা যায়, ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী ছিলেন আসাদুল কবির তালুকদার স্বপন (৬০)।  তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচনী আইনে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। ইউপি সদস্য পদের নির্বাচন চলবে।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, নির্বাচন আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করা হবে। তাই আসাদুল কবির তালুকদার স্বপনের মৃত্যুতে ইন্দুরকানী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা