সিডনির বাড়ি বাড়ি ‘হানা’ দিচ্ছে সেনা সদস্যরা


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-08-2021

সিডনির বাড়ি বাড়ি ‘হানা’ দিচ্ছে সেনা সদস্যরা

প্রাণঘাতী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিপর্যস্ত। ভাইরাসটির কবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যেই দেশটির কর্তৃপক্ষ কয়েকদফায় বাড়িয়েছে লকডাউনের মেয়াদ।

সোমবার থেকে কুইন্সল্যান্ড প্রশাসনও ব্রিসবেনে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। কিন্তু মানুষ লকডাউনের নিয়ম না মেনেই ঘরের বাইরে বের হচ্ছে। এতে সিডনির রাস্তায় সেনাবাহিনী নামিয়েছে দেশটির সরকার। যারা টহল দিচ্ছে পুরো এলাকা।

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকেই ৩০০ সেনাবাহিনী সিডনির প্রতিটি বাড়ি গিয়ে করোনা আক্রান্তরা নিজেদের আইসোলেশনে রাখছেন কিনা তার খোঁজ খবর নিচ্ছে। এছাড়াও সেনাবাহিনী ও পুলিশকর্মীরা রাস্তায় নিয়মিত টহল দেবে যাতে খুব জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ অযথা না বের হয়।

টিকা প্রদানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া আপাতত লকডাউন জারি রাখার সিদ্ধান্তই নিয়েছে। তবে দেশের ৭০ শতাংশ জনগণ টিকা পেয়ে গেলে লকডাউনও শিথিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

উল্লেখ্য, মঙ্গলবার ব্রিসবেনে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাড়তি সংক্রমণের কথা মাথায় রেখে আপাতত আগামী রবিবার পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০০ এবং টিকা নিয়েছেন দেশটির ১৯ শতাংশ মানুষ।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা