খুলনায় ১৫ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

খুলনায় ১৫ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেফতার

খুলনায় আশরাফুল আলম (৫৫) নামে ১৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত বুধবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার পুটিমারি বাজারের শ্মশান ঘাটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নগরীর লনার লবণচরা থানা এলাকার পুটিমারি বাজারের শ্মশান ঘাটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। ওই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি মো. আশরাফুল আলমকে (৫৫) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার জব্দ করা হয়। 

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি আশরাফুল আসন্ন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তার বিরুদ্ধে চুরি, মারামারি,চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। গ্রেফতার আশরাফুল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদের ছেলে। আশরাফুলের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা