সিলেটের বহুল আলোচিত হেলাল আহমদ সাইবার মামলায় এখন কারাগারে।


জাকির হোসেন সুমন স্টাফ রিপোর্টারঃ , আপডেট করা হয়েছে : 04-11-2021

সিলেটের বহুল আলোচিত হেলাল আহমদ সাইবার মামলায় এখন কারাগারে।

নিজ আইডি ফেইসবুকে থেকে মানহানীকর ও আপত্তিজনক বাক্য পোষ্ট করায় সিলেটের গোলাপগঞ্জের বহুল আলোচিত ব্যক্তি হেলাল আহমদ এখন সাইবার মামলায় কারাগারে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলার হাজিরা দিতে গেলে বিচারক তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর পূর্বেও হেলাল আহমদ বিভিন্ন অপরাধের অভিযোগে জেল খেটেছেন বলে জানা যায়। সিলেট জেলা পরিষদের সদস্য গোলাপগঞ্জ পৌর এলাকার রেহানা ভিলার অধিবাসী হাসিনা বেগমকে উদ্দেশ্যে করে বিভিন্ন সময়ে আপত্তিকর ও মানহানীকর বিভিন্ন বাক্য লিখে হেলাল আহমদ নিজ ফেইসবুক আইডি থেকে প্রচার করতে থাকলে হাসিনা বেগম বাদী হয়ে গত ২০ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হেলাল আহমদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা রেকর্ড হয় (মামলা নং-২০/১৩৬)। মামলা রেকর্ড হওয়ার পর হেলাল আহমদ অনেকটা আত্মগোপনে থেকে ফেইসবুকে নিজ আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্যে করে পূর্বের ন্যায় আপত্তিকর পোষ্ট ছাড়তে থাকেন। সম্প্রতি তিনি মহামান্য হাইকোর্টে অর্ন্তবর্তিকালীন জামিনের জন্য আবেদন করলে ৬ সপ্তাহের জামিনে লাভ করেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল বুধবার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন লাভের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন। এদিকে বিভিন্ন অপরাধের অভিযোগে হেলাল আহমদের বিরুদ্ধে ২০০৭ সালে গোলাপগঞ্জ থানায় ও ২০০৮ সালে সিলেট কতোয়ালী থানায় মামলা হয়। এতে তিনি জেলও খেটেছেন বলে জানা যায়। এছাড়াও হেলাল আহমদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে মর্মে অনেকেই জানান। এ বিষয়ে জানতে সংবাদকর্মীরা মুটোফোনে আলাপ কালে সিলেট জেলা পরিষদের সদস্য গোলাপগঞ্জ পৌর এলাকার রেহানা ভিলার অধিবাসী হাসিনা বেগম জানান হেলাল আহমদ আমার নামে বিভিন্ন সময় আমার নামে বাজে মন্তব্য করে ও বিভিন্ন অনলাইন পোটালে আমার ছবি দিয়ে নিউজ করে এসব দেখার পরে আমি আইনের শরণাপন্ন হই এবং গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাইবার মামলা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)