কুমিল্লায় পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

কুমিল্লায় পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ আটক

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তাররা অবৈধ কাঠবাহী ট্রাক প্রবেশ করায় পেছন থেকে ধাওয়া করে ট্রাক ও কাঠ জব্দ করেছে। ট্রাকটি ফেনী পেরিয়ে মহাসড়কের কুমিল্লা অংশে প্রবেশ করে সুয়াগাজী ফরেস্ট স্টেশনে পৌঁছালে ব্যারিকেড দেওয়া হয়। এসময় ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। 

ট্রাকটি থেকে ৩০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের বাজার মূল্য পাঁচ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সুয়াগাজী চেক পোস্টের ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ এবং বনবিভাগের বনকর্মীরা।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ট্রাক ও কাঠ জব্দ করা হয়েছে। অবৈধভাবে কাঠ পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা