২৯ নভেম্বর বৈঠক বসছে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

২৯ নভেম্বর বৈঠক বসছে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে

বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনা চলতি মাসে আবারও আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরান সরকার আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছে বলে জানিয়েছে আলি বাকেরি-কানি। 

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক উপপ্রধান ও আলোচনার মধ্যস্থতাকারী এনরিক মোরার সঙ্গে টেলিফোনালাপে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা দূর করার লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হবে।

২০১৫ সালে দীর্ঘ আলোচনার পর ৬ বিশ্বশক্তির সঙ্গে জয়েন্ট কনপ্রিহেনসিভ প্ল্যান ফর অ্যাকশন নামে পরিচিত ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতা করে ইইউ।

ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা সিদ্ধান্তে ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা