রাশিয়ার নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ ধাপে!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

রাশিয়ার নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ ধাপে!

রাশিয়ার নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রায় শেষ ধাপে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জিকরন নামের নতুন এক হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ২০২২ সালে দেশটির নৌবাহিনীকে এটি সরবরাহ শুরু হবে। স্থানীয় সময় বুধবার রাশিয়ার এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

রাশিয়ার তৈরি এই জিকরন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে সাতগুণ বেশি গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।সাক্ষাৎকারে পুতিন জানান, নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার ও রোবট সিস্টেম গড়ে তোলার জন্য প্রযুক্তির উদ্ভাবন ও বাস্তবায়ন এখন সবচেয়ে জরুরি।
 
২০২২ সালে দেশটির নৌবাহিনীকে সরবরাহ করা হবে এটি। এতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সামরিক ভারসাম্য বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা