মৌসুমী-শাকিলের জন্মদিনে যা বললেন শাবনূর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

মৌসুমী-শাকিলের জন্মদিনে যা বললেন শাবনূর

ঢালিউডে জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী ও শাকিল খান। আজ তাদের জন্মদিন। বিশেষ দিনে এই দুই তারকাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা। তাদের ভালোবাসা জানিয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা শাবনূর।

নিজের ফেসবুক একটি ছবি শেয়ার করে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় মৌসুমী আপু ও শাকিল খান। আজকের এই স্পেশাল দিনে তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি আজকের এই দিনটি তোমাদের জীবনে বয়ে নিয়ে আসবে সুখের বন্যা। নতুন আশা এবং নতুন উদ্যমে শুরু হোক তোমাদের দিনগুলো! ভালো থেকো তোমরা দুজন।’

প্রসঙ্গত, শাবনূর এখন অস্ট্রেলিয়ায় বসবাস করেন। সংসার ও সন্তান নিয়ে তার ব্যস্ত জীবন। এরই ফাঁকে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। নিজের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল চালু করেছেন। এগুলোর মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে চান তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। এরপর তাকে অসংখ্য নন্দিত সিনেমায় দেখা গেছে। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘দোলা’, ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘ভণ্ড বাবা’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘ইতিহাস’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মেশিনম্যান’, ‘খায়রুন সুন্দরী’, ‘সাহেব নামের গোলাম’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’, ‘তারকাঁটা’ ইত্যাদিঅভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে তিনি নায়ক ওমর সানীর স্ত্রী এবং দুই সন্তানের মা।।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা