এবার করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ায় শিশুরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2021

এবার করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ায় শিশুরা

শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির স্কুলগুলো পুরোপুরি খুলে দেওয়ার কয়েক সপ্তাহ আগে ঊর্ধ্বমুখী শনাক্ত হার দেখলো দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শিশুদের মধ্যে করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায়, স্কুলগুলোতে করোনা পরীক্ষার সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্রুত টিকা কার্যক্রম বাড়িয়ে করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনাও দেশটি। আগামী ২২ নভেম্বর থেকে সব স্কুল সম্পূর্ণভাবে খুলে দেওয়া পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া।দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জিওন হে-চিওল বলেন, সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ নতুনভাবে করোনার আক্রান্তে হার বাড়ছে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে। রাজধানী সিউল ও পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলে করোনা পরীক্ষার জন্য পোর্টেবল পলিমারেজ চেইন রিঅ্যাকশননের (পিসিআর) সংখ্যা বাড়াবে।সরকারি তথ্য অনুযায়ী দেশটির ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছে। সম্প্রতি ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু করেছে দেশটি। তবে তাদের মধ্যে মাত্র শূন্য দশমিক ছয় শতাংশকে এখন পর্যন্ত দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। যা প্রাপ্ত বয়স্কদের তুলনায় খুবই কম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা