করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান ডা. নাজিব


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান ডা. নাজিব

করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। 

প্রফেসর নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকুরী করেন। দেশে বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক অবদান রয়েছে তাঁর। 

তাঁর মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ চিকিৎসা উন্নতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, সদা হাস্যজ্জল ও মহৎ মনের অধিকারী।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা