হবিগঞ্জের লাখাইয়ে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক।


জাকির হোসেন সুমন স্টাফ রিপোর্টারঃ , আপডেট করা হয়েছে : 03-11-2021

হবিগঞ্জের লাখাইয়ে গাঁজাসহ দুই ব্যবসায়ী  আটক।

হবিগঞ্জ জেলার লাখাইয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ নভেম্বর) উপজেলার বামৈ বাজার সংলগ্ন উপজেলা হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গাঁজা বহন ও বিক্রয়কালে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের রাজা ফকির ওরফে রাজা মিয়া এবং লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের জগদীশ সূত্রধর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ (ক) (খ) ধারা লঙ্ঘন করায় একই আইনের ৩৬ (১) ২১ ধারায় রাজা মিয়াকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জগদীশ সূত্রধরকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী। তারা জানান, যুব সমাজের মধ্য থেকে মাদক নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা